Sylhet Today 24 PRINT

হুমকির মুখে দেশের মানুষের সব নিরুদ্দেশ : রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর হুমকিতে জাতি আজ আক্রান্ত। পীড়িত মানুষের প্রতিবাদ কোনোভাবে সহ্য করতে পারেন না বর্তমান প্রধানমন্ত্রী। তার  হুমকির  মুখে দেশের  মানুষের সব অধিকার আজ নিরুদ্দেশ হয়ে গেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘মানুষের অধিকার শব্দটিকে শেখ হাসিনা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না। মূলত তিনি জনমতকেই রাষ্ট্রীয় শক্তির জোরে হুমকি দিয়ে সাসপেন্ড করে রেখেছেন। দেশবাসীর প্রতি প্রতিনিয়ত এই হুমকির অর্থ হচ্ছে, একদলীয় দুঃশাসন প্রলম্বিত করার স্বপ্নযাত্রা।’

তিনি আরও বলেন, ‘ভোট, নির্বাচন, কথা বলা, সমালোচনা ও প্রতিবাদ, লেখা, প্রকাশ করা, চলাফেরা, সংবাদপত্রের স্বাধীনতাসহ মানুষের সকল স্বাধীনতা দ্বিতীয় মেয়াদের শেখ হাসিনার বাকশালে বন্দি হয়েছে।’

রিজভী বলেন, ‘অন্ধ হুমকি ও উৎপীড়নের রাজত্বে সরকারি প্রশাসনিক সংস্থা ও সাংবিধানিক সংস্থাগুলোও প্রধানমন্ত্রীর অফিসের সুইচের দ্বারা নিয়ন্ত্রিত হয়। নায়েব-মোসাহেবরা উপহাস আর তিরস্কারে লজ্জিত হন না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.