Sylhet Today 24 PRINT

শাপলা পাচ্ছে না এনসিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীক ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, এনসিপি যদি নিবন্ধনও পায়, তালিকায় না থাকায় তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা হবে না।

"নিবন্ধন পাওয়ার পর দলটির নতুন প্রতীক চাইতে হবে। নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে।"

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের এই অবস্থান তুলে ধরেন আখতার আহমেদ।

তিনি জানান, ১১৫টি প্রতীক রেখে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে।

ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.