Sylhet Today 24 PRINT

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) সভাপতির পদে কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসে নবনির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শেষে দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় কমিটির প্রথম সভার কার্যক্রম শুরু হয়। বিকেল সোয়া ৪টার দিকে এ সভা শেষ হয়।

কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন বিগত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর পদে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার এবং আমিনুল ফরিদ।

আগের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্যপদ পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.