Sylhet Today 24 PRINT

নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা, আহত ৫

খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ে যাওয়ার পথে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যিনি নিজেও মিছিলে ছিলেন।

গণমাধ্যমকে তিনি বলেন, বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি গুলশান দুই নম্বর মোড়ের মেট্রোপলিটন শপিংমল পার হওয়ার সময় মার্কেটের ওপর থেকে ৬-৭টি বোমা ফেলা হয়।

“নৌমন্ত্রী ছিলেন মিছিলের সামনে সারিতে। তিনি মার্কেট পার হয়ে যাওয়ার পর মিছিলের মাঝামাঝি হামলা হয়।”

আবুল কালাম আজাদ জানান, হামলার পর মিছিলের লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তায় গাড়ি চলাচলও কিছুসময় বন্ধ থাকে।

বিস্ফোরণে একজন পায়ে বড় ধরনের আঘাত পেয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

বোমা হামলায় আহত বাবুল আহমেদ (৫৪) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।   

তিনি বলেন, বাবুলের ডান-পা ও মাথায় জখম রয়েছে।

এছাড়া কয়েকজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কথা জানা গেছে।

ঘটনাস্থল মেট্রোপলিটন শপিংমলের সামনের রাস্তায় অন্তত তিন জায়গায় রক্ত পড়ে থাকতে দেখা যায়। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.