Sylhet Today 24 PRINT

মহিউদ্দিনের বিরুদ্ধে এমপি লতিফের জিডি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দেয়া হয়েছে- এমন অভিযোগ এনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নগরীর ১৬ থানায় সাধারণ ডায়েরি (জিডি) পাঠিয়েছেন সংসদ সদস্য এম এ লতিফ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ই-মেইলে এম এ লতিফের স্বাক্ষরিত জিডির আবেদন নগরীর ১৬ থানায় জিডি পাঠানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল বলেন, 'এমপি সাহেবের জিডির কপি পেয়েছি।  আমরা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিব।'

জিডির আবেদনে এম এ লতিফ লিখেছেন, '১৫ ফেব্রুয়ারি নগরীর লালদীঘি ময়দানে নাগরিক মঞ্চ আয়োজিত এক সমাবেশে এবিএম মহিউদ্দিন চৌধুরী আমাকে অবাঞ্ছিত ঘোষণা করে চলাফেরায় সতর্ক করেন। মহিউদ্দিন এ-ও বলেছেন যুব সমাজ কিংবা ব্যক্তিবিশেষ আমাকে আক্রমণ করতে পারে। এতে আমার মৃত্যুও হতে পারে।'

মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের প্রকাশ্য হুমকির কারণে লতিফ জীবননাশের আশংকা করছেন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন।

জিডির আবেদনে তিনি আরও লিখেছেন, 'আমাকে প্রতিরোধসহ হত্যার নির্দেশনা দিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী তার অনুসারীদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়ে হত্যার দায়দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দিয়ে আমার জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। মহিউদ্দিন ও তার অনুসারীদের অব্যাহত হুমকির মুখে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীন বোধ করছি।'  

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ আসনের (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) সংসদ সদস্য এম এ লতিফ বন্দরনগরীর বিভিন্ন স্থানে ফেস্টুন লাগিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডলের সঙ্গে লতিফের নিজের শরীর জুড়ে দিয়ে তৈরি করা হয় ফেস্টুনগুলো। এ ঘটনায় চট্টগ্রামে প্রতিবাদের ঝড় উঠে।  যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা লতিফের ছবিতে জুতা-থুথু নিক্ষেপ করে এবং মানববন্ধন ও সমাবেশ করে প্রতিবাদ জানায়। সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী লতিফকে গ্রেফতারে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এছাড়া লতিফকে চট্টগ্রামে চলাফেরায় সাবধান হবার পরামর্শ দেন।

উদ্ভূত পরিস্থিতিতে লতিফ সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির কথা স্বীকার করলেও দায় চাপিয়েছেন ডিজাইনারের উপর। এ ঘটনায় লতিফের বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে এবং তার পাসপোর্ট জব্দের আবেদন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.