Sylhet Today 24 PRINT

হরতাল-অবরোধের প্রতিবাদে দক্ষিণ সুরমায় মোটরসাইকেল মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

হরতাল অবরোধে বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোটের ‘দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি ও নৈরাজ্যের’ প্রতিবাদে বুধবার দুপুরে দক্ষিণ সুরমায় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে মোটরসাইকেল মিছিল করা হয়েছে। মিছিলটি বঙ্গবীর রোড হতে বের হয়ে দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চন্ডিপুলস্থ আব্দুস সামাদ আজাদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন শিপলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা নিউরাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. নুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার, আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন, বরইকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকাসিন আহমদ দীপু, ২৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগ নেতা খুররম আহমদ আজাদ, গোলজার আহমদ, বরইকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জাবেদ আহমদ, মহানগর যুবলীগের সদস্য মোঃ হামিদ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমদ, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক ইব্রাহিম আহমদ জেসি, সদস্য আবুল হোসেন,  মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু মিয়া, এমসি কলেজ ছাত্রলীগ নেতা রাজিব চন্দ্র দাস, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোয়াহিদুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলাল আহমদ, রাজন আহমদ, আলাউদ্দিন আহমদ, সাইফুদ্দিন, শাহজাহান, জুয়েল আমিন, সামাদ আহমদ, রিপন আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বোমাবাজি, চোরাগুপ্ত হামলা ও ককটেল ফাটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বক্তারা সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার জন্য জোর দাবী জানান।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.