Sylhet Today 24 PRINT

শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান আগামীকাল

ডেস্ক রিপোর্ট |  ০৭ মার্চ, ২০১৬

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিল মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ৮টা থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ। 

সোমবার (০৭ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় গণজাগরণ মঞ্চের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।। 

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, রঞ্জিত দাস লাতু ও টুন্টু সেন রাজুসহ আটজনকে হত্যার বিচার শেষ হয়েছে। নৃশংসতম এসব হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও দিয়েছেন। এখন চূড়ান্ত পরিণতির জন্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা।

মঙ্গলবার আপিল বিভাগের আপিল মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে জানা যাবে এ দুই হত্যা-গণহত্যার অভিযোগে যু্দ্ধাপরাধী জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর চূড়ান্ত পরিণতি।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেবেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

রাষ্ট্রপক্ষ বলছেন, ট্রাইব্যুনালের রায় বহাল থাকবে। সোমবার (০৭ মার্চ) ব্রিফিংয়ে সর্বোচ্চ দণ্ডের আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অপরদিকে আসামিপক্ষের আশা, মীর কাসেম খালাস পাবেন।
 
এদিকে মীর কাসেম আলীর ফাঁসি নিয়ে ঘরে ফেরার ঘোষণা দিয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.