Sylhet Today 24 PRINT

কাউন্সিলে সরকারের সহযোগিতা চায় বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর তা সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিল আয়োজন করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিলের ভেন্যু পরিদর্শন শেষে তিনি বলেন, আশা করছি, আগামী ১৯ তারিখ কাউন্সিল অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

বিএনপির কাউন্সিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নিঃসন্দেহে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে কাউন্সিল।

এ সময় তিনি আরো বলেন, কাউন্সিল সফল করতে সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি।

কাউন্সিল নিয়ে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পুনরায় জেগে ওঠার জন্য কাউন্সিল যে অনন্য ভূমিকা রাখবে, সে ব্যাপারে তারা নিশ্চিত।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে উপকমিটিগুলো গঠন করা হয়েছিল, সেই কমিটির আহ্বায়কদের নিয়ে কাউন্সিলস্থল সরেজমিনে তদন্ত করতে এসেছিলাম যে কিভাবে কাউন্সিল সফল করা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.