Sylhet Today 24 PRINT

বিএনপির ষষ্ঠ কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় ষষ্ঠ কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

গত কাউন্সিলের পর থেকে মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে দলটির এবারের কাউন্সিল।

শনিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দলের ষষ্ঠ এ কাউন্সিল উদ্বোধন করেন তিনি। দলীয় পতাকা উত্তোলন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.