Sylhet Today 24 PRINT

স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি তিনি এ শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা দেন।
 
এ সময় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমানসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সাভারের উদ্দেশে রওনা হয়ে ৮টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছেন।

উল্লেখ্য, গত বছরের স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বেগম খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.