Sylhet Today 24 PRINT

১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

সূচি পরিবর্তন হলও জাতীয় পার্টির ত্রি-বার্ষিক কাউন্সিলের। ১৬ এপ্রিলের পরিবর্তে ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে কাউন্সিল।  

সোমবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, ‘দুই পর্বের এ কাউন্সিলের প্রখম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ২টা। এ পর্বে থাকবেন আমন্ত্রিত অতিথি ও ডেলিগেটরা। আর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৩টায়। এ পর্বে শুধু কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। তারাই আগামী দিনের জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচন করবেন।’  

কাউন্সিল পেছানো প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, এতে আমরা অংশ নিয়েছি। এ কারণে অনেক জেলার কাউন্সিলরদের আসতে সমস্যা হবে। এ ছাড়া এখনো আমাদের ৭ জেলার সম্মেলন বাকি রয়েছে এবং আমরা ভেন্যু পাচ্ছিলাম না। এসব কারণে পেছানো হয়েছে।’ 

এ সময় দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘১৩টি ইউনিয়ন পরিষদে আমরা জয়লাভ করেছি। কিন্তু সরকারদলীয় সন্ত্রাসীদের জাল ভোট, ভয়-ভীতি, অনিয়মের কারণে আমাদের আরও প্রার্থী জয়লাভ করতে পারেনি।’ 

তিনি আরো বলেন, ‘জয়লাভের সম্ভাবনা এমন ৩৫টি ইউপির ১১১টি কেন্দ্রের অনিয়মের ভিডিও ফুটেজ নির্বাচন কমিশনকে দিয়েছি আমরা। সেসব ইউপি নির্বাচন বাতিল করে পুনরায় দেয়ার দাবি জানিয়েছি।’

কাউন্সিলে রওশনপন্থিরা অংশ না নিলে কী ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে কাউন্সিলররা। এর পর হেসে তিনি বলেন, গুরু আমরা, মালিকানা দাবি করে আরেক জন।’  

এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সাল হোসেন সৃষ্টি প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.