Sylhet Today 24 PRINT

‘জিডিপির মিথ্যা পরিসংখ্যান দেওয়া হচ্ছে’

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

জিডিপির মিথ্যা পরিসংখ্যান দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করে জনগণের উদ্দেশে বলেন, আপনারা পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হবেন না। আপনাদের জীবনমানের পরিপ্রেক্ষিতে আপনারাই জানেন আপনারা কেমন আছেন।

মির্জা ফখরুল বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু, বিশ্বব্যাংক বলছে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ হবে। এখানে বিষয়টি পরিষ্কার যে সরকারের দাবি মিথ্যা।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে জিডিপির মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারের এ মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত ৫ এপ্রিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় আয় ও প্রবৃদ্ধির ওপর ২০১৫-১৬ অর্থবছরের জন্য সাময়িক হিসাব প্রকাশ করেছে।

বিবিএস-এর হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন ৬ দশমিক ৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.