Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৫

দীর্ঘ দশ বৎসর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
 
বৃহস্পতিবার উপজেলার চন্ডীপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির সুফিয়ান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সংসদ সদস্য ইমরান আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী।
 
২০০৪ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ডাঃ মিনহাজ উদ্দিনকে সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল বাছিত টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরই মধ্যে সভাপতি ডাঃ মিনহাজ উদ্দিন আহমদ এর মৃত্যু হলে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শওকত আলীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ পথ পরিক্রমায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের কর্মকান্ড সুষ্টভাবে চালিয়ে আসছে। 

এবারে আওয়ামীলীগের সম্মেলনে দুটি পদে একাধিক প্রার্থী হওয়াতে পদ দুটিতে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হতে পারে। সভাপতি পদে ৩ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী কাউন্সিলারদের নিকট যাচ্ছেন। সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখলাকুর রহমান সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল এবং ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাহিদ ইকবাল সুনাম প্রতিদ্বন্ধিতা করবেন। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.