Sylhet Today 24 PRINT

বক্তব্য ছাড়া জয়কে নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির ‘দুঃখ প্রকাশ’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য না নেয়ায়  দুঃখ প্রকাশ করেছে বিবিসি।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ম্যানেজার রাসমুসেল বেসরকারি টেলিভিশন চ্যালেন একাত্তর টিভিকে এক ই-মেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করে বলে জানিয়েছে একাত্তর।

এর আগে এই সংবাদ প্রচারের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসির সদর দফতরের সামনে বিক্ষোভ করেন।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের বিষয়ে খবর প্রকাশ করে বিবিসি বাংলা। গত ২৮ মে মেনদি সাফাদির উদ্ধৃতি দিয়ে ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল’ শিরোনামে বিবিসি বাংলা বিভাগ সংবাদ ছেপেছিল। কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনো বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে দেখা যায় সজীব ওয়াজদ জয়ের ছবি একটি ভিডিওতে এডিট করে বসিয়ে দিয়েছিলেন প্রবাসী এক বিএনপি নেতা।

সোমবার দুপুরে লন্ডনে বিবিসি প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসি বাংলা বিভাগের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বিবিসিকে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রতিবেদকের অপসারণের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেধে দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বিবিসি জানিয়েছে, তারা বিবিসির কমিউনিকেশন বিভাগের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবে না। তবে বিবিসি বাংলা এখনো দুখঃপ্রকাশের খবরটি প্রচার করেনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.