Sylhet Today 24 PRINT

কলকাতার বাঙালিরা কেন হিন্দিতে কথা বলে, প্রশ্ন সমাজকল্যান মন্ত্রীর

আমরা আশাবাদী শীঘ্রই ভারতের সঙ্গে আমাদের তিস্তার পানি বণ্টন এবং সীমান্ত (ছিটমহল) চুক্তি হবে।’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৫

মুক্তিযুদ্ধে এবং সমাজকল্যাণ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কলকাতার একটি সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে স্বর্ণপদক প্রদান করছে

কলকাতার বাঙালিরা বাংলা জানা সত্ত্বেও হিন্দিতে কথা বলায় খেদ প্রকাশ করেছেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বাঙালির মুখে হিন্দি শুনলে তাঁর দুঃখ হয় জানিয়ে সমাজকল্যান মন্ত্রী বলেছেন, ‘কলকাতার বাঙালিদের মুখে হিন্দি কথা শুনলে আমার দুঃখ বোধ হয়। কেন কলকাতার অনেক বাঙালি হিন্দিতে কথা বলেন? কেন তাঁরা বাংলা জানা সত্ত্বেও হিন্দিতে কথা বলেন?’

শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেসক্লাবে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং সমাজকল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য স্বর্ণপদক দেওয়া হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেন।

মহসিন আলী আরও বলেন, ‘আমরা আশাবাদী শীঘ্রই ভারতের সঙ্গে আমাদের তিস্তার পানি বণ্টন এবং সীমান্ত (ছিটমহল) চুক্তি হবে।’ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এতে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।’ মমতা ভারতের সঙ্গে বাংলাদেশের ওই চুক্তিগুলো সম্পাদনে যথার্থ ভূমিকা নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.