Sylhet Today 24 PRINT

সাঁড়াশি অভিযান চলাকালে তথ্যমন্ত্রী ইনুকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

দেশব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চলাকালে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

জাসদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে রোববার (১২ জুন) সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, “সকালে জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। সেটা খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। তার ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’।

“পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে হুমকি সংক্রান্ত সাদা কাপড় ও চিঠিসহ আলামত সংগ্রহ করেছেন।”

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পাঠানো ছবি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারাদেশে সপ্তাহব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়। এ অভিযান শুরুর সময়ে শুক্রবার ভোরে পাবনায় এক পুরোহিতকে হত্যা করে সন্ত্রাসীরা। সে ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে দাবি করে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইনটেলিজেন্স নামক একটি ওয়েবসাইট।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর আগেও হত্যার হুমকি পেয়েছেন। সরকারের মধ্যে থাকা মন্ত্রীদের মধ্যে জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে সরব এ মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.