Sylhet Today 24 PRINT

‘ভাই লীগ’ নয়, ছাত্রলীগ করুন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

কর্মীদেরকে ‘ভাই লীগ’ না করে ‘ছাত্রলীগ’ করার পরামার্শ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এমন নিদের্শনা দেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শুধু এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন নয়, বিশ্বের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন। ছাত্রলীগের গর্ব একটি জাতির স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগের নেতৃত্বে দেশে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছে। পৃথিবীর মধ্যে অন্যতম সংগঠন যার নিজস্ব গঠনতন্ত্র-ঘোষণাপত্র আছে। স্বাধীন ছাত্র সংগঠন। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগে ছাত্র, পরে লীগ করবেন। ভাইয়া লীগ করার দরকার নাই। আপনারা ছাত্রলীগ করেন। তিনি বলেন, বর্তমানে আমাদের প্রধান সমস্যা জঙ্গিবাদ-উগ্রবাদ। এগুলো মোকাবিলা করার জন্য আমরা সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামবো। দুই দিনব্যাপী এই কর্মশালা থেকে সিদ্ধান্ত গ্রহণ করবো।

সাইফুর রহমান সোহাগ বলেন, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে আরও শক্তিশালী করতে হবে। নিয়মিত কর্মী সংগ্রহ অভিযান করতে হবে। তবে কোনভাবেই যেন অনুপ্রবেশকারীরা ঢুকে না পরে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তার সুচনা বক্তব্যের এক পর্যায়ে বলেন, আপনারা নেতার পিছে না দৌড়ে কর্মীর পিছনে দৌড়ান। কারণ কর্মীরাই নেতার প্রাণ। আজকের বর্ধিত সভায় যারা উপস্থিত আছেন, তারা সবাই নেতা। আপনাদেরকে কর্মীদের আইডল হতে হবে। মেধা-দক্ষতা ও যোগ্যতা দিয়ে কর্মীদের মন জয় করতে হবে। কর্মীর সাথে ভাল ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় কথা ভাইয়া লীগ করার কোন দরকার নাই। ছাত্রলীগ করেন। আপনি অমুক ভাইয়ের কর্মী, অমুক ভাইয়ের অনুসারী এমন বলার দরকার নাই। ছাত্রলীগ করতে হবে।

দুই দিনব্যাপী এই বর্ধিত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সারাদেশের জেলা-বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদকগণ যোগদান করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.