Sylhet Today 24 PRINT

গণগ্রেফতারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

সাঁড়াশি অভিযানের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে গণগ্রেফতার করা হচ্ছে- এমন অভিযোগ এনে শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি। একই সঙ্গে গণগ্রেফতার বন্ধে স্বপ্রণোদিত রুল জারি করেত সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, গণগ্রেফতারের বিরুদ্ধে শনিবার সকাল ১০টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।

সাঁড়াশি অভিযানের নামে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি জানান, গত ছয় দিনে সাঁড়াশি অভিযানে বিএনপির দুই হাজার ৬৮২ জন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.