Sylhet Today 24 PRINT

আদালতের নিষেধাজ্ঞায় ইফতারে যাওয়া হচ্ছে না খালেদার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়ে গেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিল। রোববার বিকেলে এ ইফতার পার্টিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘রোববার সকালে সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে, রমনা মডেল থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে আমাদের এই ইফতার মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। ফলে আমরা আজকের ইফতার মাহফিলটি করতে পারছি না।’

এ ব্যাপারে রমনা জোনের পুলিশের সহকারি কমিশনার শিবলী নোমান জানান, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছে।’

উল্লেখ্য, গত ৮ জুন শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পক্ষ থেকে রমনা মডেল থানায় ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন এনপিপির ইফতার মাহফিল যাতে না হয়, সেজন্য একটি জিডি করা হয়।

পরে নিলুর দল সিনিয়র সহকারি জজ চতুর্থ আদালতে ওই ইফতার অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.