Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধ পাঠাগার মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার দ্বার উন্মুক্ত করবে : শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৫

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ পাঠাগার নতুন প্রজন্মের সামনে বাঙালির ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার বিশাল দ্বার উন্মুক্ত করে দেবে।

সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলনের মুক্তিযুদ্ধ পাঠাগারে বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, অতীতে ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে অনেক পাকিস্তানি দোসর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বনে গেছে। এই ছদ্মবেশীদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, যত চক্রান্তই করা হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা কার্যকর করার কাজ থামবেনা।

মহাগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কামন্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, মুক্তিযোদ্ধারা একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্মের হাতে লাল-সবুজের পতাকা তুলে দিয়ে নিশ্চিন্ত থাকতে চান।
এ জন্যে মুক্তিযুদ্ধকে জানার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ বলেন, মুক্তিযোদ্ধাদের যোগ্য উত্তরসূরি গড়ে তুলতে মুক্তিযুদ্ধ পাঠাগার লক্ষ্য স্থির করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার ত্রাণ ও সমাজকল্যাণ মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী, সহকারী কমান্ডার ক্রীড়া মুক্তিযোদ্ধা সুরুজ আলী, সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. মন্তাজ মিয়া, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, দক্ষিণ সুরমা কমান্ডার মুক্তিযোদ্ধা কুটি মিয়া, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচান্দ, মুক্তিযোদ্ধা রজনীকান্ত দাস, মুক্তিযোদ্ধা খুর্শিদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুর মান্নান, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক মো. সালাউদ্দিন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উত্তম কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য শিপন চৌধুরী, জহিরুল ইসলাম, মহিউদ্দিন রাসেল, দেওয়ান মুরাদ হাসান, নাসির মিয়া, সাইফুল ইসলাম, ইন্দু ভূষণ দাস, ময়না মিয়া, গোলাম দস্তগীর প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.