Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা জঙ্গিদের মতো কথা বলেন : রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জঙ্গিদের মতো কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী সবসময় আক্রমণমূলক কথাবার্তা বলেন। কোনো সংযত আচরণ দেখান না। গত কয়েকদিনে পাইকারি গ্রেফতারে জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সরকার। তারা স্বাধীনতা অন্যের কাছে বন্ধক দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে।

স্বাধীন দেশের লাল সবুজ পতাকা নুইয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ভারসাম্য হারালে কোনো বস্তু স্থীতিশীল থাকতে পারে না। সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যেমন ধরুন, কারাগারে মানব বিপর্যয়। এটা এ ভারসাম্যহীনতার নিদর্শন।

সরকারি ক্ষমতায় গায়ের জোরে মাহমুদুর রহমানকে আটক রেখেছে দাবি করে তিনি বলেন, মিথ্যা বানোয়াট চক্রান্ত কাহিনী করে প্রবীন সাংবাদিক শফিক রেহমানকেও আটক করে রেখেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.