Sylhet Today 24 PRINT

চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির হাইকোর্টে জামিন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি নূরুল আজিম রণিকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও আমির হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে রনির মুক্তিতে এখন আপাতত আর বাঁধা থাকল না।

আদালতে জামিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট স. ম. রেজাউল করিম।

রনিকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে তাঁর মুক্তির চেয়ে সোচ্চার ছিল ছাত্রলীগ।

গত ১৯ জুন চট্টগ্রামের চতুর্থ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে রণির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।  অভিযোগপত্রে শুধুমাত্র নূরুল আজিম রণিকে আসামি করা হয় এবং ২২ জনকে সাক্ষী করা হয়।  ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তখন রণির মুক্তি মিলেনি।

গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রণিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  এরপর প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ।  এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.