Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাপার কমিটি প্রত্যাখান

ডেস্ক রিপোর্ট |  ২০ মার্চ, ২০১৫

বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে শুক্রবার বিকেল ৪টায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির কমিটি বহাল আছে, মেয়াদ উত্তীর্ণ হয়নি। জাতীয় পার্টিতে বিভাজন সৃষ্টি করার জন্য কাজী জাফরের দলে চলে যাওয়া অপরিচিত বিদেশী কতিপয় ব্যক্তিকে জাতীয় পার্টির যে দায়িত্ব সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়েছে তা নিয়মবহির্ভুত। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি শুধু সম্মেলন করার জন্য দায়িত্ব পেয়েছে। 

বক্তারা বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি প্রত্যাখান করেন। 

বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর উদ্দিন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলকাছ আলী  (চেয়ারম্যান), আব্দুল আহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবসংহতির আহবায়ক মুহবুর রহমান খান মুকিত, পৌর যুবসংহতির সভাপতি ইউনুছ মাহমুদ, যুবনেতা শামীম আহমদ, লাউতা ইউপি জাপার সভাপতি হাজী সিদ্দেক আলী, আলী নগর ইউপি জাপার সভাপতি সামছুদ্দিন চৌধুরী ফারুক, সাধারন সম্পাদক আব্বাছ উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, চারখাই ইউপি জাপা সাধারন সম্পাদক আব্দুল কাদির মাখন, দুবাগ ইউপি জাপার সভাপতি গৌছ উদ্দিন, মাথিউরা ইউপি ইউপি জাপার সভাপতি ফজির উদ্দিন, সাধারন সম্পাদক কমর উদ্দিন, মুড়িয়া ইউপি জাপার সভাপতি ইউপি জাপার সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আব্দুশ শুক্কুর, মোল্লাপুর ইউপি জাপার সভাপতি আব্দুল হাছিব, উপজেলা যুবসংহতি নেতা আবুল কালাম, ফৈয়াজ উদ্দিন, কুনু মিয়া, আব্দুল কুদ্দুছ, তৈয়বুর রহমান খান প্রমুখ। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.