Sylhet Today 24 PRINT

ফের বিবৃতি দিয়ে ৭২ ঘণ্টা হরতাল!

গত সাত সপ্তাহ ধরে রোববার থেকে বুধবার ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দলীয় জোট, যা পরে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।

নিউজ ডেস্ক  |  ২১ মার্চ, ২০১৫

ফের সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে ৭২ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট। হরতালের ব্যাপ্তি রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত।

শনিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের ১১ দিন পরও আদালতে হাজির করা হয়নি। গ্রেফতারের কথা স্বীকারও করছে না সরকার। শাসক মহলের নির্দেশে সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার ও অপহরণ করা হচ্ছে। অনেককে গুম করা হচ্ছে। 

মিথ্যা গল্প সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে অনেককে হত্যা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যান্তর নেই, যোগ করেন বুলু।

বিবৃতিতে বলা হয়, 'সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও গ্রেফতার বন্ধের দাবিতে অবরোধের পাশাপাশি রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী হরতাল পালিত হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.