Sylhet Today 24 PRINT

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে জনগনকে হয়রানি করছে : শফিক চৌধুরী

ডেস্ক রিপোর্ট |  ২২ মার্চ, ২০১৫

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন- বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা প্রদান করার লক্ষে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে জনগনকে হয়রানি করছে।

বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর, নোয়াপাতন ও বির্ত্তনিয়া গ্রাম বিদ্যুৎতায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার ধারাবাহিকতায় দেশের প্রতিটি গ্রাম বিদ্যুৎতায়ন করা হবে। ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। 

রবিবার বিকেলে বালাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও  ছাত্রলীগ নেতা নয়ন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আনহার মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম হাসান আহমদ মজুমদার, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু কৃপেষ শুক্লবৈদ্য, জাপা নেতা ছিদ্দেক আলী, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: জুনেদ মিয়া, সিলেট কেন্দ্রীয সমবায় ব্যাংকের পরিচালক চঞ্চল পাল, জেদ্দা আওয়ামীলীগ নেতা হারুন মিয়া, কৃষকলীগের সহ সভাপতি আলাউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রজত দাস ভুলন, শামীম আহমদ, আব্দুল হাদী, হোসাইন আহমদ, মো. কাজল মিয়া, পল্লী বিদ্যুৎতের পরিদর্শক মোর্তুজা মিয়া, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সহ সভাপতি মোশারফ আলী, বালাগঞ্জ শাখার সহ সভাপতি বসাই মিয়া, সাধারন সম্পাদক আজাদ মিয়া, মুক্তিযোদ্ধা আশরাফুর ইসলাম, ফারুক মিয়া, ফজলুল রহমান, ফয়ছল আহমদ, আজহার মিয়া, পীর মজনু মিয়া, যুবলীগ নেতা লয়লুছ মিয়া, আইনুর আহমদ রুমন, মোহন মিয়া, মাহমুদ হোসেন মাছুম, রিয়াজ উদ্দিন গাজী, আক্তার আহমদ সরদার, ছাত্রলীগ নেতা আব্দুর রকিব জুয়েল, মইনুল ইসলাম, অমল দাস আপন, জুয়েল আহমদ, ইব্রাহিম আলী সুজন, হাবিবুর রহমান, জেলা প্রজম্মলীগের সদস্য জাহেদ আহমদ, বালাগঞ্জ প্রজম্মলীগের যুগ্ম আহবায়ক রাজিন সালেহ। 

একই অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন দল থেকে ১৫জন নেতাকর্মী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.