Sylhet Today 24 PRINT

জামায়াতবিহীন ‘বৃহত্তর প্ল্যাটফর্মে’ সিপিবি, গণফোরামকেও টানতে চায় বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

গুলশান ও শোলাকিয়ায় বড় ধরনের  জঙ্গি হামলার পরবর্তীত  প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়তে উৎসাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন উদ্যোগ গ্রহণ করছে।

দেশের সংকট সময়ে জাতীয় ঐক্য গড়তে সরকারী দল আওয়ামীলীগের প্রতি ইতিমধ্যেই আহবান জানিয়েছে দলটি তবে তাদের জোটে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতে ইসলামি থাকায় ওই ঐক্যে অনাগ্রহ আওয়ামীলীগের। এবার জামায়াতকে বাদ দিয়েই একটি বৃহত্তর বলয় গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামি ছাড়াও পুরনো জোটশরিক ইসলামী দলগুলোকও  এই উদ্যোগে বাদ রাখছে তারা।

বিএনপির উদ্যোগে  বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং ড.কামাল হোসেনের গণফোরামকেও নিয়ে আসার তৎপরতার খবর পাওয়া গেছে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী এমাজউদ্দীন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গতকাল রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় ঐক্য বা বৃহত্তর প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে শিগগিরই বিএনপির সমমনা বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, “এই লক্ষ্যে ২০ দলীয় জোটের বাইরে সরকারবিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে, তাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিএনপি চেয়ারপার্সন চা-চক্রে আমন্ত্রণ জানাবেন।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে থাকা সিপিবি, গণফোরাম, জাসদ (জেএসডি), কৃষক-শ্রমিক-জনতা লীগ, বিকল্পধারাকে ওই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

“চিঠির খসড়াও ইতোমধ্যে তৈরি হয়েছে,” বলেন ওই বিএনপি নেতা।

বিএনপি ওই বৃহত্তম রাজনৈতিক প্লাটফর্ম গঠিত হলে দেশের রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরবে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.