Sylhet Today 24 PRINT

জাতীয় পার্টি মন্ত্রীসভা থেকে বের হয়ে যাবে- রওশন এরশাদ

মধ্যবর্তি নির্বাচনের দরকার নাই

নিউজ ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৫

গণতন্ত্র রুদ্ধ করতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হলে জাতীয় পার্টি তা সমর্থন করে না জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধিদলীয় নেত্রি রওশন এরশাদ। ৫ জানুয়ারি নির্বাচনের এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 



ওশন এরশাদ বলেন- দেশে বর্তমানে গণতন্ত্র বিরাজ করছে। দেশের মানুষ সুখে আছে। এই মুহুর্তে মধ্যবর্তি নির্বাচনের দরকার নেই বলে দাবি করেন রওশন।



জাতীয় সংসদের বিরোধিদলীয় নেত্রি জানান- প্রকৃত বিরোধিদলের কার্যকর ও গঠনমূলক ভূমিকা রাখতে খুব শিগগিরই জাতীয় পার্টির সদস্যরা মন্ত্রিসভা থেকে বের হয়ে যাবে। পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এমন নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.