Sylhet Today 24 PRINT

রনির বিচার শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৬

আওয়ামী লীগের সাবেক  সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাংবাদিক পেটানোর মামলার বিচার শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০ অক্টোবর দিন ঠিক করে দেন।

আসামি রনির পক্ষে আইনজীবী কবির হোসেন মামলা থেকে অব্যাহতির আবেদন করা হলেও তা নাকচ করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাছলিমা ইয়াসমিন দীপা।

২০১৩ সালের ২০ জুলাই পটুয়াখালীর তৎকালীন এমপি মোহাম্মদ গোলাম মাওলা রনি ঢাকার তোপখানা রোডের মেহেরাব প্লাজায় নিজের অফিসে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগ্রাহক মহসিন মুকুলকে মারধর করে আটকে রাখেন বলে এ মামলার অভিযোগ।

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী ওইদিনই শাহবাগ থানায় রনির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পরদিন ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় রনির জামিন মঞ্জুর করে। পরে ২৪ জুলাই মুখ্য মহানগর আদালত ওই জামিন আদেশ বাতিল করলে সেদিনই রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

২৫ জুলাই আদালতে হাজির করার পর জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই বছর ১০ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান রনি।

শাহবাগ থানার এসআই আবু জাফর ২০১৪ সালের ২৬ জুন রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

হাকিম আদালতের জামিন আদেশ ‘অবৈধভাবে বাতিল করা হয়েছে’ দাবি করে রনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করলে সাংবাদিক পেটানোর মামলাটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর গতবছর মহানগর দায়রা জজ আদালতে ওই রিভিশন আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

একই ঘটনায় রনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে ‘অপহরণচেষ্টা’র মামলা করলেও পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে দেওয়ায় আদালত সালমান এফ রহমানকে অব্যাহতি দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.