Sylhet Today 24 PRINT

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান, বিএনপি নেতাকর্মীদের প্রতি ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

বন্যা উপদ্রুত এলাকাগুলোয় সহায়তার  হাত বাড়িয়ে দিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, ‘ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর ও গাইবান্ধার ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুঃসহ জীবনযাপন করছে। এ ছাড়া বন্যা উপদ্রুত অঞ্চলগুলোয় খাদ্য ও সুপেয় পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। ওই সব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় বেশিরভাগ উপজেলা জেলা শহর থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছে জেনে দেশবাসীর ন্যায় আমিও উদ্বিগ্ন। কিন্তু বন্যাদুর্গত মানুষের দুর্ভোগে হ্রাসের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ ও সহযোগিতা লক্ষ করা যাচ্ছে না।’

ফখরুল বলেন, ‘অবিলম্বে এই দুর্যোগে মোকাবিলা ও বন্যাকবলিত অসহায় মানুষদের দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা নিতে, তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য আমি সরকারের কাছে  জোর দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি বন্যা উপদ্রুত এলাকাগুলোর জনগণকে অতি দ্রুততার সঙ্গে সাহায্য-সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.