Sylhet Today 24 PRINT

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আজও নিঃসহায় মানুষের এগিয়ে যাওয়ার প্রেরণা: খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৬

২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে  বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, ‘তার রচিত গান আমাদের জাতীয় সঙ্গীতের মর্যাদা পাওয়ায় আমরা গর্বিত।’

রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রতিভা উল্লেখ করে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যকে নিজ প্রতিভার আলোয় বিশ্বমানে উন্নীত করেছিলেন। তার সৃষ্টিকর্ম শুধুমাত্র বাংলা ভাষাভাষী অঞ্চলেই নয়, সারাবিশ্বে গভীর প্রভাব বিস্তার করেছে।’

‘সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অবদানে পরিপুষ্ট হয়ে ওঠেনি। তার সাহিত্যভুবনে দেশমাতৃকা ও মানুষের জীবনই প্রধান উপজীব্য’, বলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

রবীন্দ্রনাথের কবিতা-গান প্রকৃতি ও মানব প্রেমে সিক্ত মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘জনসমাজে সংঘাত, হানাহানি, হিংসা-বিদ্বেষের কারণে যে গ্লানি ও তিক্ততা বিদ্যমান, সেখান থেকে পরিত্রাণের জন্য তার অমূল্য সৃষ্টিকর্ম আজও নিঃসহায় মানুষকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়।’

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তার আত্মার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের এ চেয়ারপারসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.