Sylhet Today 24 PRINT

আ.লীগ, বিএনপির আয়-ব্যয়ের হিসাব দেয়ার সময় বাড়লো

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আয় ব্যয়ের হিসাব দিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় পেল ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল।

জানা গেছে,  আওয়ামী লীগ ও বিএনপিসহ ১০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ২০১৫ সালের ‘অডিট রিপোর্ট’ জমা দিতে পারেনি। ফলে তারা ইসির কাছে সময় আবেদন করে। ওই আবেদনের সাড়া দিয়ে সময় এক মাস বাড়ানো হয়েছে। এছাড়া ৬টি দলকে ত্রুটি সংশোধন করে আবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় ইসি।

ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী জানান, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেয়ার সময় এক মাস  বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংশ্লিষ্টদের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্য বাধকতা রয়েছে। ২০১৫ পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’ জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। এরই মধ্যে  ইসিতে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে জাতীয় পার্টি, জাসদসহ ৩০টি দল আয়-ব্যয়ের তথ্য জমা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.