Sylhet Today 24 PRINT

আইজিপি রাজনৈতিক বক্তব্য দেননি: পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘‘রাজনৈতিক বক্তব্য দেওয়া আইজিপির কাজ নয় : জাসদ” শীর্ষক সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা একে এম কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ গত বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একে এম শহীদুল হক।

এতে আরো বলা হয়, সভাপতির বক্তব্যে আইজিপি কোন রাজনৈতিক বক্তব্য দেননি।

স্বাধীনতার পরপরই জাতির জনক যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন ও জনকল্যাণে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি সে সম্পর্কে আলোকপাত করেন। ওই সময় বঙ্গবন্ধু যে সকল প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছেন তা আলোকপাত করতে গিয়ে প্রসঙ্গক্রমে আলোচনায় বিভিন্ন ঘটনা উঠে এসেছে। আ

ইজিপি প্রকৃত ইতিহাস ও প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ইতিহাসের ঘটনাবলীর প্রেক্ষাপটে বক্তব্য রেখেছেন। সঠিক ইতিহাস জানা এবং বর্তমান প্রজন্মকে জানানো প্রত্যেক নাগরিকের অধিকার।

আইজিপি কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা সংগঠনকে উদ্দেশ্য করে বক্তব্য দেননি। তার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ হয়ে থাকলে বিষয়টি বাস্তবতার আলোকে নমনীয়ভাবে দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.