Sylhet Today 24 PRINT

রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পেলেন মান্না

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৬

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। 

 মঙ্গলবার (৩০ আগস্ট) জামিন দেন হাইকোর্ট।

জামিনের আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ।

তার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উস্কানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আরও একটি মামলা থাকায় এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না মান্না।

গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) এসআই শেখ সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার পর গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমান মান্নাকে ধানমণ্ডি থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.