Sylhet Today 24 PRINT

মহাখালীতে হান্নান শাহ\'র জানাজা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের (৭৭) নামাজে জানাজা রাজধানীর মহাখালীর ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা হবে। 

ডিওএইচএস মসজিদে হান্নান শাহের জানাজায় অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপির নেতা ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রমুখ। 

মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা হান্নান শাহ। সেখানকার একটি মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা হয়। বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। ওই দিন রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়। ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে শুক্রবার তাঁর মরদেহ দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.