Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা সভাপতি, সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৬

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আাওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক নিয়ে কাউন্সিলররা গত কয়েকদিন ধরে দোটানায় ছিলেন। রোববার বিকেলে ২০তম এ সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিন রোববার বিকালে দলীয় প্রধান শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়ার পরপরই নির্বাচনী অধিবেশন শুরু হয়।

সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন।

নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন।

নতুন কমিটিতেও সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প নেই বলে দলীয় নেতারা বলে আসছেন। তবে শেখ হাসিনা তিনি থাকতে থাকতেই নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

কমিটি বিলুপ্তির আগে শেখ হাসিনা একই প্রসঙ্গ তুললে কাউন্সিলর-পর্যবেক্ষকরা হৈ হট্টগোল শুরু করেন।

তখন শেখ হাসিনা বলেন, “আমি আওয়ামী লীগের সঙ্গেই থাকব, যে পদেই থাকি না কেন।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.