Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে আশরাফ-নাহিদসহ সাত নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৬

সাধারণ সম্পাদক পদ হারালেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য সৈয়দ আশরাফুল ইসলাম।

আশরাফ ছাড়াও রোববারের কাউন্সিলে নতুন করে অন্তর্ভূক্ত হয়েছেন সাত জন। এর মধ্যে সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। যিনি এর শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ছিলেন। সিলেট বিভাগের একমাত্র নেতা হিসেবে প্রেসিডিয়ামে ঠাঁই করে নিয়েছেন তিনি।

সম্মেলনের দ্বিতীয় দিন রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে  বিকালে দলীয় প্রধান শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা করার পর  নির্বাচনী অধিবেশন শুরু হয়। এতে সভাপতি পদে শেখ হাসিনা বহাল থাকলেও নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন, তা সমর্থন করেন জাহাঙ্গীর কবির নানক।

সভাপতিমণ্ডলীতে আশরাফ-নাহিদ ছাড়াও নতুনভাবে স্থান পেয়েছেন আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য (যশোর)।

পুরনোদের মধ্যে আছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল‌্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে  মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান। কোষাধ‌্যক্ষ পদে এন এইচ আশিকুর রহমান জায়গা ধরে রেখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.