Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়লেন তিন মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৬

সম্মেলনের দুই দিন পর নতুন কমিটির সম্পাদকমণ্ডলীর আরও ২২টি পদে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগের কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন এমন তিনজন মন্ত্রী বাদ পড়েছেন নতুন কমিটিতে। তাদের পদগুলোতে ঘোষণা করা হয়েছে নতুন নাম। তবে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এখনো পদ না পেলেও তার আগের কমিটির পদটি এখনো খালি আছে।

মঙ্গলবার পর্যন্ত ঘোষিত সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়া মন্ত্রী নেই একজনও।

যে তিনজন মন্ত্রীর পদে নতুন নাম ঘোষণা হয়েছে, তাদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছিলেন অর্থ ও পরিকল্পনা সম্পাদক; সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর ছিলেন সাংস্কৃতিক সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ছিলেন সাংগঠনিক সম্পাদক।

আগের কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন আরো এক মন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাবিষয়ক সম্পাদক পদ থেকে পদোন্নতি পেয়ে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।  

এ পদগুলোর মধ্যে অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টিপু মুন্সী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা। খালি রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের পদটি।

আর এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরীর নাম ঘোষণার মধ্য দিয়ে সব কটি সাংগঠনিক সম্পাদকের পদ পূরণ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.