Sylhet Today 24 PRINT

বিএনপির ১০ সদস্যের একটি নামের তালিকা বঙ্গভবনে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি নামের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিএনপির তিন সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, বেলাল হোসেন ও মনির হোসেন এ তালিকা বঙ্গভবনের কর্মকর্তাদের কাছে জমা দেন বলে তিনি জানান। তালিকায় থাকা এই ১০ জন কারা সে সম্পর্কে কিছু জানাতে চাননি তিনি।

তবে দলটির দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, চেয়ারপারসনসহ এই দলে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খানসহ মোট ১০ জন।

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিএনপির সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.