Sylhet Today 24 PRINT

\'সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে\'

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

সোমবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

মওদুদ আহমেদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে। এ দ্বার উন্মোচিত থাকলে সকলেই এর সুফল পাবে।

ররিবার রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনার হিসাবে কারও নামের তালিকা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মওদুদ বলেন, নামের তালিকা দেওয়া হয়েছে। যতজন প্রয়োজন ততজনেরই নাম দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা যাবে না।

রাষ্ট্রপতি বিএনপির প্রস্তাব পুরোপুরি মেনে নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব নয়। তবে আমরা আশা করছি, রাষ্ট্রপতির সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.