Sylhet Today 24 PRINT

তাজ রহমানকে নিয়ে আপত্তি সিলেট জাপার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে সংগঠনের নেতাকর্মীরা ‘চিনেন না’, সিলেট শহরে তাদের কোন ‘ঠিকানা নেই’, তাদের কোন ‘পরিচিত নেই’। এই কমিটি ঘোষণার পর সিলেটের নেতাকর্মীরা ‘হতাশ’।

সিলেট জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সিলেট ‘জেলা জাতীয় পার্টির স্বার্থে’, পার্টির চেয়ারম্যানের ‘ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে’ এই আহবায়ক কমিটি বাতিলের দাবি জানানো হয়।

সিলেট নগরীর শহীদ সুলেমান হলে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক ও সদস্য সচিবের ব্যাপারে এ রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলন প্রস্তুতি কমিটি সিদ্ধান্তের প্রতি দ্বিমত পোষণ করে জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ লস্কর বশীর বলেন, ‘দুই বছরে সম্মেলন কিংবা উপজেলা কমিটি গঠন করতে না পারায় সিলেট জেলা জাতীয় পার্টির ব্যর্থ সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করা হয়। যে কমিটির তিন মাসের মেয়াদ থাকলেও তারা প্রায় দুই বছর পরও সম্মেলন কিংবা উপজেলা কমিটি গঠন না করায় সিলেট জেলা জাতীয় পার্টির বিরাট ক্ষতি হয়েছে। আমাদের সংগঠন দুর্বল হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যর্থ সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করেন। এতে আমরা আশান্বিত হই। আমাদের সিলেট জাতীয় পার্টির দুর্গ পুনরুদ্ধার করার জন্য এবার হয়তো জাতীয় পার্টির যে নেতৃত্ব¡ আসবে তারা হবেন সকল নেতাকর্মীদের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য এবং দলের জন্য কল্যাণকামী।’

তিনি বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য গত ১২ ফেব্রুয়ারি আমরা সাংগঠনিক নির্দেশে জানতে পারলাম সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি দুই জনকে দিয়ে ঘোষণা করা হয়েছে। আহমেদ তাজ উদ্দিন উরফে তাজ রহমান আহবায়ক এবং উসমান আলীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়। যে ব্যক্তিকে আহবায়ক করা হয়েছে, তাকে উপজেলা জাতীয় পার্টির শতকরা ৯৯ ভাগ নেতাকর্মীরা চিনেন না। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শত শত নেতাকর্মীর উপস্থিতিতে পরের দিন মতবিনিময় সভা প্রতিবাদ সভায় পরিণত হয়।’
 
তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস যারা সিলেটে জাতীয় পার্টিকে বিতর্কিত করতে চায়, জাতির কাছে প্রশ্নবিদ্ধ লোকদের দিয়ে কমিটি করতে চায়, তারা সিলেট জেলা জাতীয় পার্টির এবং পল্লীবন্ধু এরশাদের মঙ্গল চায় না। কারণ আমরা মনে করি আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে কেউ এ ধরনের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে আমাদের নিবেদন, যারা নেতৃত্বে আসবেন তারা সিলেট জেলার ১৩টি উপজেলার নেতৃবৃন্দের কাছে গ্রহণযোগ্য সুপরিচিত স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তির নেতৃত্ব খুবই প্রয়োজন। বেসিক ব্যাংকের মতো রাষ্ট্রয়াত্ত ব্যাংক থেকে ভুয়া কাগজ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় যার এক পা জেলে আর এক পা বাইরে সে ধরনের ব্যক্তিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি আবারও ব্যার্থ হবে। এতে করে পার্টির মানমর্যাদা বিনষ্ট হয়েছে। তাই সিলেট জেলা পাতীয় পার্টির স্বার্থে চেয়ারম্যান ভাবমূর্তির স্বার্থে এই সিদ্বান্ত বাতিল করে সিলেট জেলা জাতীয় পার্টিতে স্বচ্ছ-পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.