Sylhet Today 24 PRINT

শীঘ্রই সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি : মির্জা ফকরুল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

বিএনপি খুব শীঘ্রই সহায়ক সরকারের রূপরেখা দেবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায় তার প্রত্যাশা সরকারও এতে সাড়া দেবে। বিএনপি নির্বাচন চায়, অবশ্যই সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে। নির্বাচন কমিশনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার। যে সরকার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে কমিশনকে সহায়তা করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোলা ইসলামিক কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ভোলা জেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারো বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখা বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে কোন অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বিশ্বের কোথাও এমন নজীর নেই ভোট ছাড়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম, বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেনিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাজেদা আখতার, জেলা যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.