Sylhet Today 24 PRINT

কুমিল্লা সিটি নির্বাচনের মাধ্যমে আস্থা ফিরবে আশাবাদ সিইসির

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৭

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সবার আস্থার জায়গা তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (৯ মার্চ) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গাইবান্দা-১, সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে তিনটি নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা, সেনা মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সিইসি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এজন্য এ নির্বাচনটিকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সেভাবেই আশ্বস্ত করেছে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্বৃত করে তিনি বলেন, ‘এ কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে কমিশনের প্রতি সকলের আস্থার ক্ষেত্র তৈরি হবে।’

সেনা মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকদের সিইসি বলেন, ‘এ মুহূর্তে নির্বাচনে সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই। তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। পরিস্থিতি দাবি করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

কুসিক নির্বাচন সুষ্ঠু বলে আশাবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দেশে একসঙ্গে তিনশ আসনে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সেই হিসাবে দুয়েকটি নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.