Sylhet Today 24 PRINT

সিলেট অভিমুখে ৭ মে নৌ-মন্ত্রীর ‘জনতার অভিযাত্রা’

নিউজ ডেস্ক |  ০৫ মে, ২০১৫

হরতাল-অবরোধে মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জড়িতদের শাস্তির দাবিতে নুতন কর্মসূচি ঘোষণা করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ থেকে ৮ মে রাজধানী ঢাকা থেকে সিলেট অভিমুখে ‘জনতার অভিযাত্রা’।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কর্মসূচি দেন।
তিনি বলেন, ‘২২, ২৩ ও ২৪ মে শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গে আরেকটি জনতার অভিযাত্রা অুনষ্ঠিত হবে।’
শাজাহান খান বলেন, ‘২০০২ সালের ৩০ জুন আদমজী জুট মিল খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিলেন। এতে ২৫,০০০ শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছিলেন। ৫,০০০ শিল্প বন্ধ করে কয়েক লাখ শ্রমিককে তিনি বেকার করেছিলেন। এর প্রতিবাদে ১০ জুলাই আদমজীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রথম দফায় আন্দোলন করেছিলাম খালেদা জিয়ার হরতাল-অবরোধে যে প্রাণহানি হয়েছে, শিক্ষাব্যবস্থা বিঘ্নিত হয়েছে, ব্যবসা-বাণিজা ধ্বংস হচ্ছিল, তা বন্ধের দাবিতে। আর এখন আমাদের আন্দোলন খালেদার বিচার দাবিতে।’
সিটি নির্বাচন বিষয়ে নৌ-মন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধে খুন, নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের জন্য তীব্র ক্ষোভ থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইসমত কাদির গামা, আলাউদ্দীন মিয়া, হেদায়েতুল ইসলাম, জেড এম কামরুল আনানম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.