Sylhet Today 24 PRINT

হাসিনা-খালেদা সংলাপ চেষ্টায় তৎপর জাতিসংঘ

নিউজ ডেস্ক  |  ০৯ মে, ২০১৫

বাংলাদেশে রাজনৈতিক সংকট চলছে এমটা মনে করছে জাতিসংঘ এবং সে সংকট দূর করতে আবারও সংলাপের বিষয়ে তৎপর হয়েছে তারা।

জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে সরাসরি সংলাপের চেষ্টা চালাচ্ছে বলে আভাষ দিয়েছেন জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন।

তিনি এটাও অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক তথ্য দেওয়া হচ্ছে। 

এম এ মোমেন আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের পর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া প্রতিক্রিয়াটি তথ্য-নির্ভর ছিল না। সঠিক তথ্য জানার পর বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অচলাবস্থা নিরসনে আগাম উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

সহকারী সেক্রেটারি জেনারেল ওসকার ফারনান্দেজ তারানকো মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য দুই নেত্রীর মধ্যে সংলাপ এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন জরুরি।

তারানকো এরইমধ্যে দুই নেত্রীকে সংলাপে বসানোর উপায় খুঁজছেন। এ নিয়ে তিনি পররাষ্ট্র দপ্তর, সরকার ও ঢাকায় বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে, কীভাবে তা সম্ভব—এ বিষয়ে অবশ্য কেউ কোনো ধারণা তাকে দিতে পারছেন না।

উল্লেখ্য, এর আগে তারানকোর নেতৃত্বে সংলাপের চেষ্টা চালানো হয়েছি কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.