Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ আবারো অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে : সিলেটে আমির খসরু

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০১৭

আওয়ামী লীগ আবারো অবৈধভাবে ক্ষমতায় যাবার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সন্ধ্যায় সিলেট শহীদ সুলেমান হলে জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, সরকার আইনের শাসন,মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে। প্রত্যেক জায়গায় পছন্দমত লোক বসিয়েছে। নির্বাচন কমিশনেরও নিজেদের লোক বসিয়ে ক্ষমতায় যাবার পাঁয়তারা করছে।

এ অবস্থায় খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করবেন। এতে শুধু আন্দোলন নয় মানুষের প্রত্যাশা পুরণের পরিপুর্ণ দিকনির্দেশনা থাকবে।এছাড়া আগামী জুন মাসে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাবনাও তুলে ধরবে বিএনপি।

তিনি বলেন, বর্তমান অবৈধসরকার মানুষের ভোটাদিকার কেড়ে নিয়েছে। যারা ভোটাদিকার কেড়ে নিচ্ছে তারা মানবাধিকার কেড়েনিচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়েনিচ্ছে, আইনের শাসন কেড়ে নিচ্ছে, জীবনের নীরাপত্তা কেড়ে নিচ্ছে। তাদের জনগণের কাছে জবাবদিহিতা নেই। তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছে। এই অবৈধ অবস্থা থেকে তাদের সরানোর জন্য বিএনপির প্রস্তুতির প্রয়োজন।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে আরোবক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহমিনা রুশদীর লোনা, এম এ হকসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.