Sylhet Today 24 PRINT

আমার নেতা ছিলেন বরুণ রায়-সুরঞ্জিত সেনগুপ্ত

আমি যদিও কমিউনিস্ট পার্টি করতাম না, তারপরও আমার নেতা ছিলেন বরুণ রায়।

নিউজ ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৪

বরুন রায়ের স্মরণ সভায় বক্তব্য রাখছেন সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বরুণ রায় আজীবন ত্যাগের রাজনীতি করে গেছেন। তিনি ধর্ম রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতির অগ্রসেনানি ছিলেন। বরুণ রায় কমিউনিস্ট পার্টি করতেন। তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কমিউনিস্ট রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমি যদিও কমিউনিস্ট পার্টি করতাম না, তারপরও আমার নেতা ছিলেন বরুণ রায়। ত্যাগ-তিতিক্ষা ছিল বরুণ রায়ের অহংকার। ভোগের রাজনীতির বিপরীতে আজীবন ত্যাগের রাজনীতি করে ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা. ৬৯’র গণঅভ্যুত্থান, সর্বোপরি ৭১’র মুক্তিযুদ্ধ- সব স্বাধিকার আন্দোলনে বরুণ রায় ছিলেন প্রথম শ্রেণিতে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দীর্ঘ ১৪ বছর জেল খেটেছেন বরুণ রায়। জেলের ভেতর বরুণ রায় গান গেয়ে শোনাতেন বঙ্গবন্ধুসহ অন্যান্য নেতাদের।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটস্থ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন আয়োজিত সাবেক সাংসদ ও বাম আন্দোলনের পুরোধা প্রসূন কান্তি রায়ের (বরুণ রায়) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসোসিয়েশনের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শামসুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক আহমদ, এডভোকেট আব্দুর রহমান সেলিম, প্রভা কর চৌধুরী, আব্দুর রশিদ লাভলু, মনোরঞ্জন তালুকদার, অরুণ দেবনাথ সাগর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন, সঞ্জয় চৌধুরী, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, ইফতেখার হোসেন মঞ্জু, মহিম চন্দ্র দাস, লুৎফুর রহমান, একরাম হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.