Sylhet Today 24 PRINT

‘প্রধান বিচারপতি অসুস্থ এটা মানুষ বিশ্বাস করে না’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে 'ভুয়া' বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, 'বৃহস্পতিবার প্রধান বিচারপতি লক্ষ্মীপূজার জন্য ঢাকেশ্বরী মন্দিরে গেছেন। পূজা করে স্ত্রীসহ বেরিয়ে এসেছেন; কিন্তু আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি অসুস্থতার জন্য ছুটিতে গেছেন। তাহলে দেশের মানুষ কোনটা বিশ্বাস করবে। প্রধান বিচারপতি যে অসুস্থ এটা দেশের মানুষ বিশ্বাস করে না। মূলত প্রধান বিচারপতি সরকারের ক্ষোভ ও ক্রোধের শিকার। অন্য কিছু নয়। তার অসুস্থতার খবর ভুয়া ও মিথ্যা।'

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মানববন্ধনে তিনি এ দাবি করেন।

দলটির নিখোঁজ মহাসচিব এমএম আমিনুর রহমানের সন্ধানের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।   

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির সহ-সভাপতি শাহিদুর রহমান তামান্না, নজরুল ইসলাম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার খন্দকার লুৎফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির হামদুল্লাহ মেহেদী, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, 'তথ্যপ্রযুক্তির উন্নয়নে এই যুগে সরকার কী করছে, না করছে, অনেক কিছুই বেরিয়ে আসছে। চিফ জাস্টিসকে কারা ধমক দিচ্ছেন, কারা হুমকি দিচ্ছেন এটাও জনগণ জানেন। কেউ জনগণের বিচার থেকে মুক্ত হতে পারবে না।'

উচ্চ আদালতের প্রধানের বিরুদ্ধে সরকারের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.