Sylhet Today 24 PRINT

ষোড়শ সংশোধনীর রায় রিভিউ পিটিশন ৩০ কার্যদিবসে: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, 'ষোড়শ সংশোধনী নিয়ে আপিলের রায়ের কপি পাওয়া গেছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনা (রিভিউ) পিটিশন দাখিল করা হবে।'

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও আইএফসির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, 'গত পরশু রায়ের কপি হাতে এসেছে। বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।  আগামী ৩০ কার্যদিবসের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে।'

তিনি আরও বলেন, '৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি বেশ বড়। এ সময়ের মধ্যে দাখিল করা গেলে তার কারণ উল্লেখ করে পিটিশন দাখিল করা হবে।'

প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'তাদের ইতিহাস সবার জানা আছে। দলটির জন্ম হয়েছে সামরিক শাসনের মধ্যে। দলটির চেয়ারপার্সন আইনের শাসনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল তা আমরা সবাই দেখছি।'

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধে নেতৃত্ব, জাতীয় সংসদের কার্যকারিতা, গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যু উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি রায় বাতিলেরও দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা ন্যস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনী আনে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.