Sylhet Today 24 PRINT

‘সমাজতন্ত্রের কোন বিকল্প নেই’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৭

সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি সিলেটের উদ্যোগে সাংস্কৃতিক সমাবেশ  শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহ্বায়ক এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ড. আবুল কাসেমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দলের নেতা কমরেড আফরোজ আলী, ওয়ার্কাস পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকান্দর আলী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর প্রমুখ।

সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া। শুরুতে রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি সিলেটের সাংস্কৃতিক উপ-কমিটির তত্ত্বাবধানে কমিউনিষ্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচী, গীতবিতান বাংলাদেশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নৃত্যশৈলী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, রুশ বিপ্লব মানব মুক্তির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। এ বিপ্লব মানুষের মুক্তির দিশা নির্দেশ করেছে। ঔপনিবেশিক শোষণে নিপীড়িত জাতিসমূহে শোষণের নিগড় ভাঙতে অনুপ্রাণিত ও সমর্থন যুগিয়েছে রুশ বিপ্লব। সোভিয়েতের পতনের ফলে সারা পৃথিবীর মানুষকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। মানুষের ক্ষোভ ও দুর্দশা জানিয়ে দিচ্ছে সভ্যতা কোন বর্বরতায় গিয়ে পৌছেছে।  এ ব্যবস্থা চললে পৃথিবীর ধবংসই ঠেকিয়ে রাখা অসম্ভব হবে। বলা হচ্ছে নৈতিকতার অধ:পতন ঘটছে। কিন্তু আসল সত্য হলো এই যে, পুঁজিবাদ তার নিজস্ব নৈতিকতাকেই সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। এই নৈতিকতা মনুষত্বের মর্যাদা দেয় না, মুনাফা চেনে, ভোগ লালসায় অস্থির থাকে, মানবিক বিবেচনাগুলোকে পদদলিত করে। তাই পুঁজিবাদের বিকল্প সমাজতন্ত্র কিন্তু সমাজতন্ত্রের কোন বিকল্প নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.