Sylhet Today 24 PRINT

জামিন পেলেন না ফখরুল

নিউজ ডেস্ক |  ০২ জুন, ২০১৫

রাজধানীর পল্টন থানায় দায়ের করা ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

মঙ্গলবার (০২ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা তা নাকচ করে দেন।

এর আগে গত ২০মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতও জামিন আবেদন নাকচ করে দেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর পল্টন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ওই তিনটি মামলা দায়ের করা হয়। তিন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে অন্তত ৭৬টি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.